× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আরিফ খন্দকার কুষ্টিয়া প্রতিনিধি।

১৩ আগস্ট ২০২৫, ১৮:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” — এ স্লোগানকে সামনে রেখে আজ বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে বৃক্ষমেলা ২০২৫ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন কুষ্টিয়া ও সামাজিক বন বিভাগ কুষ্টিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: তৌফিকুর রহমান।

সমাপনী অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক বৃক্ষমেলা প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন নার্সারি ও স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পরিকল্পিত বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ শুধু দায়িত্ব নয়, এটি আগামী প্রজন্মের জন্য আমাদের বিনিয়োগ।” তিনি আরও জানান, জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে কুষ্টিয়ায় বনায়ন কর্মসূচি আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, পরিবেশকর্মী, নার্সারি মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী সেরা স্টল ও নার্সারি মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.