ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সুমী বেগম নামে এক নারী মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত সুমী বেগম উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী।
আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন সুমী। তার স্বামীও এ ব্যবসার সাথে সম্পৃক্ত। মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রয় সময় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজনসহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, ওই নারী তার অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।