সরকারের কাছে দাবির বাস্তবায়নের জন্য এমপিওভুক্ত শিক্ষকরা এক মাস সময় দিয়েছেন। এই সময়ের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা অর্ধদিবস ও পূর্ণদিবস কর্মবিরতি এবং পরবর্তীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এবং ১২ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল।
দেলাওয়ার হোসেন জানান, এক মাসের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন না হলে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস এবং ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি করা হবে। এরপরও কোনো ফলাফল না এলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করা হবে।
তিনি আরও জানান, সরকার ইতিমধ্যেই বাড়িভাড়া ভাতা ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তবে সব দাবি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। এজন্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হবে।
দেলাওয়ার হোসেন বলেন, আমরা বিশেষভাবে বাড়িভাড়া বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। যদি মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে সমন্বয় না করে এবং ডিউ লেটার না পাঠায়, তবে আমরা নতুন কর্মসূচি হাতে নেব।