মৌলভীবাজার বিসিক শিল্প নগরী’র কেন্দ্রীয় পাম্প নষ্ট হওয়ায় ৩ মাস ধরে পানি পাচ্ছেন না সেখানকার শিল্প কারখানার মালিকরা। যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। অসংখ্য কারখানা শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। লোকসান ঘুনতে হচ্ছে কারখানা মালিকদের।
এছাড়াও ড্রেনেজ ও পানি নিষ্কাশন সমস্যা, ভঙ্গুর রাস্তা, ক্ষুদ্র শিল্পের উপর বিভিন্ন সংস্থার অহেতুক হয়রানি, নিরাপত্তা সমস্যা সহ সার্বিক সমাধানের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পানল করেছে মৌলভীবাজার বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতি।
বুধবার দুপুরে (১৩ আগস্ট) দুপুরে মৌলভীবাজার শহরতলীর গোমড়া এলাকার বিসিক শিল্প নগরীর মূল কার্যালয়ের সামনে সেখানকার কারখানা মালিকরা মানববন্ধনে এসব অভিযোগ করেন।
মানববন্ধনে বিসিক কর্তৃপক্ষের অনিয়ম সহ কারখানা চালাতে নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বিসিক শিল্প ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা।
এসময় বক্তারা বলেন, ৩ মাস ধরে শিল্প নগরী’র কেন্দ্রীয় পানির পাম্প নষ্ট রয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ না নিয়ে নিজেদের জন্য টিউবওয়েল স্থাপন করছে। অথচ আমরা পানিহীন অবস্থায় রয়েছি। বক্তারা সংকট সমাধানের জন্য ৬ দফা দাবি তুলে ধরেন। এবং অতি শীগ্রই চান তারা এর সমাধান।