× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে সশস্ত্র ডাকাতি, নিরাপত্তাকর্মীদের বেঁধে লাখ টাকার মালামাল লুট

মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৫, ১৩:৩৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে ভয়াবহ সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। ১৩ আগস্ট রাত ৩টার দিকে ২০-২৫ জনের ডাকাত দল নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে প্রায় ৬ লাখ টাকার মালামাল ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়।

ইয়ার্ড সূত্রে জানা যায়, দুটি ইঞ্জিনচালিত নৌকায় করে ডাকাতরা সন্দ্বীপ চ্যানেলে অবস্থানরত একটি বার্জে ওঠে। এরপর অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে দামি যন্ত্রপাতি ও লোহার মালামাল নিয়ে যায়।

কে আর শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, বার্জে পাহারায় ছিলেন ৭ জন নিরাপত্তাকর্মী। সশস্ত্র ডাকাত দলের সদস্য সংখ্যা বেশি হওয়ায় প্রতিরোধ করা সম্ভব হয়নি। ডাকাতরা আনুমানিক ৬ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “ঘটনাটি শোনার পর আমরা বিষয়টি নজরে রেখেছি। মালিকপক্ষ মামলা করলে তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.