রাজধানীর বনানীতে এক সিসা বারের সিঁড়িতে ভয়াবহ ঘটনায় প্রাণ হারালেন রাহাত হোসেন রাব্বি (৩১)। ভোররাতের নীরবতা ভেঙে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রাব্বিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের ‘৩৬০ ডিগ্রি সিসা বার’-এর দ্বিতীয় তলা থেকে নামার সময় রাব্বির সঙ্গে কয়েকজন যুবকের বাগ্বিতণ্ডা হয়। তর্কের এক পর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত হানে।
প্রত্যক্ষদর্শী সূত্রের দাবি, মুন্না নামে এক যুবক ও তার সহযোগী ছয়-সাতজন রাব্বিকে ঘিরে ধরে। পরে খোকন নামে এক ব্যক্তি ধারালো চাকু দিয়ে বাম উরুতে তিনটি এবং ডান হাতের কনুইয়ে একটি গভীর আঘাত করে। রক্তক্ষরণে দ্রুত অবস্থা সংকটজনক হয়ে পড়ে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, গুরুতর আহত রাব্বিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রাব্বির বাড়ি রাজধানীর মহাখালীর হাজারী বাড়ি এলাকায়। পুলিশ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।