রাঙ্গামাটি রাজস্থলীতে ছাত্রদল নেতা ইউনুস আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১২আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি নাইমুল ইসলাম রনি ও সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় ইউনুস কে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ন আহবায়ক( দপ্তর দায়িত্বপ্রাপ্ত ) আজিজুর রহমান রুবেল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা কমিটি।জানাযায, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ইউনুস আলী দলীয় শৃঙ্খলা পরিপন্হী কাজে লিপ্ত থাকার সুনিদিষ্ট প্রমাণ থাকায় দলের সকল পদ থেকে স্থায়ী ভাবে তাকে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহিত হয়।