সিলেটের জৈন্তাপুর উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে ভারতীয় থেকে চোরাই পথে আনা দুইটি স্কুটি বাইক আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ই আগষ্ট) জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বে অভিযানে নামে টিম জৈন্তাপুর মডেল থানা।
অভিযানে রাত আনুমানিক ১:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানা সংলগ্ন তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালিত হয়। এ সময় সিলেটগামী দুইটি স্কুটি বাইক পুলিশের চেকপোস্ট দেখতে পেয়ে বাইকে থাকা দুই চোরাকারবারি বাইক ফেলে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক বাইক দুটি জব্দ করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানায় আটককৃত স্কুটি বাইক দুইটি Yamaha Ray 125 ব্রান্ডের একটি নীল ও একটি কমলা রংয়ের যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান বিভিন্ন তথ্য সংগ্রহপূর্বক জানা গেছে জৈন্তাপুর উপজেলার মোকামপুন্জি সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে বাইকগুলো এনে সিলেটের উদ্দেশ্যে নেয়া হচ্ছিলো। পুলিশ ইতিমধ্যে পলাতক দুই চোরাকারবারির পরিচয় সনাক্ত করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি। পাশাপাশি পলাতক দুই চোরাকারবারিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।