চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বরুমতি খাল থেকে ৭৮ বছর বয়সের বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গত ১৩ আগস্ট দুুপুরে স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে পুলিশ চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া সাইর মোহাম্মদ পাড়া সংলগ্ন বরুমতি খাল থেকে চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটি চন্দনাইশ কাফন-দাফন টিমের প্রধান মাওলানা মো. সোলাইমান ফারুকী ও তার টিমের সদস্যদের সহায়তায় সামশু মিয়া নামের ১ বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার সত্যতা নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে সামশু মিয়ার লাশ উদ্ধার পূর্বক সুরতহাল প্রস্তুত করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন পূর্বে লোকটি মারা যাওয়ায় লাশ গলিত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। সামশু মিয়ার ছেলে মো. ইলিয়াছ বলেছেন, তার পিতা গত ৮ আগস্ট সকালে তার বোনের বাসা চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য বের হওয়ার পর আর সংবাদ পাওয়া যায়নি। তারা মনে করেছেন, তিনি বোনের বাসায় রয়েছেন। গত (বুধবার) দুপুরে লাশ পাওয়ার কথা শোনে সেখানে গিয়ে তার পিতার লাশ সনাক্ত করেন। সামশু মিয়ার পড়নে লুঙ্গি, গামছা ও গায়ে গেঞ্জি ছিলো বলে জানা যায়। তবে তাদের সাথে কারো কোন শত্রুতা নেই বলে জানালেন ইলিয়াছ।