× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সড়ক নয়, যেন মরণফাঁদ, বিক্ষুব্ধ জনতার ধানের চারা রোপন ও মানববন্ধন

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৫, ১৫:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

সড়ক নয়, যেন মরণফাঁদ! যে সড়কে হাঁটাচলা করতে হিমশিম, সে সড়কে যানবাহন চলাচল করবে কিভাবে, একজন প্রতিবন্ধী কিংবা গর্ভবতী রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার নেই কোন পরিস্থিতি।

বিকল্প উপায়ে যেতে হলে অতিরিক্ত চার-পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। ছোট ছোট শিশু বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারে না স্বাভাবিক ভাবে, একে বারে স্কুলের নিকটে যারা তারাও এই সড়ক নামের মরণফাঁদ অতিক্রম করে স্কুলে যেতে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয়। এমন ভোগান্তি পোহাতে অতিষ্ট হয়ে পড়েছেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জে উপজেলার দক্ষিণ শাশিয়ালী গ্রামের বাসিন্দারা। তাই সড়ক নির্মাণে মানববন্ধন ও ধানের চারা রোপন করে প্রদিবাদ করেছে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী । 

বৃহস্পতিবার (১৪ আগস্ট-২০২৫) দুপুরে উপজেলার দক্ষিণ শাশিয়ালী থেকে পাটোয়ারী বাজার ও শাহী বাজার পর্যন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে ধানের চারা পোপন করে প্রতিবাদ করেন তারা। এর আগে শিক্ষার্থীসহ এলাকার কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন করে এলাকাবাসী। এলাকাবাসির দাবি, দীর্ঘ ৩০/৪০ বছর ধরে অবেহেলিত উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের এই সড়কটি। 

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামীণ সড়ক পাকা হলেও অজ্ঞাত কারণে এই সড়কটি সংস্কারে কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। সামান্য বৃষ্টিতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। এতে রোগী নিয়ে যাতায়াতসহ চরম ভোগান্তিতে পড়ছে আশেপাশের অন্তত ২০ হাজার মানুষ। তাই দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তারা।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি আরিফুর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শাহিন মোল্লা ও সমাজ সেবক মাহাবুবুর রহমান কালু প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.