× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বান্দরবানে গুড়িয়ে দিল অবৈধ ৬টি ইটভাটা

বান্দরবান প্রতিনিধি।

১৪ আগস্ট ২০২৫, ১৬:২৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ৬টি ইটভাটা গুড়িয়্র দিয়েছে জেলা প্রশাসন। 

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এর আগে বুধবার অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রেজাউল করিম।

অবৈধ ইটভাটাগুলো হল- ইউবিএম, এসবি ডব্লিউ, এমবি আই, ইবিএম ও ৭বিএম।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্সবিহীন দুটি ইটভাটা—এলাহি ব্রিকস ও সেভেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং গুড়িয়ে দিয়ে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এ কাজে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা।

এর আগে, পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতির কারণে পরিবেশ অধিদপ্তর বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে আহ্বান জানায় এবং হাইকোর্ট ৬টি অবৈধ ইটভাটা উচ্ছেদের নির্দেশ দেন।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশে গতকাল দুইটি ও আজকে চারটি অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। গুড়িয়ে দেওয়া ভাটাগুলোর মালিকরা যদি পুনরায় অবৈধ কার্যক্রম শুরু করেন, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.