× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ নয় : দৌলতপুরে খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১৫ আগস্ট ২০২৫, ২১:৪৯ পিএম

ছবি : সংবাদ সারাবেলা

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা পরিদর্শন এবং সুধী সমাবেশ ও মতবিনিময় সভা করেছেন রেজাউল হক পিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ।

বৃহস্পতিবার রাত দশটার দিকে দৌলতপুর থানায়  আকস্মিক পরিদর্শনে ডিআইজি রেজাউল হক দৌলতপুরের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা  করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকদের সাথে।

গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকদের সাথে সুধী সমাবেশ ও মতবিনিময় কালে আইনশৃঙ্খলার পাশাপাশি মাদক সংশ্লিষ্টতা ও নানা অনিয়মের শৃংখল থেকে দৌলতপুরের সাধারণ মানুষকে বের করে আনার লক্ষ্যে বিস্তর আলোচনা করেন রেজাউল হক পিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ । 

কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে উক্ত সুধী সমাবেশ ও মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদের সঞ্চালনায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো.মিজানুর রহমানের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল হক পিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ ।  

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হক পিপিএম ডিআইজি খুলনা রেঞ্জ সকলের উদ্দেশ্যে বলেন, একমাত্র রাষ্ট্রই হল সর্বোচ্চ শক্তিশালী রাষ্ট্রের উপরে শক্তিশালী কোন ব্যক্তি বা গোষ্ঠী নয় সকল শক্তির উৎস একমাত্র রাষ্ট্র।  যদি রাষ্ট্রের চেয়ে শক্তিশালী কেউ থাকতো তাহলে সীমান্ত পাড়ি দিয়ে কাউকে অন্য দেশে যেতে হতো না। তিনি আরো বলেন, খুলনা রেঞ্জে ডিআইজি হিসেবে আমি যতদিন আছি কোন অপরাধী এই অঞ্চলে অপরাধ করে পার পাবে না সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পরোয়া করিনা। অন্যায় অবিচারের বিপক্ষে আমি সর্বদা অবস্থান করবো। 

সুধীজনদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন প্রকার অন্যায় অবিচার ও মাদক সংশ্লিষ্ট বিষয়ে, সুনিদৃষ্ট কোন তথ্য থাকলে দৌলতপুর থানার ওসিকে জানাবেন যদি তাতেও কাজ না হয় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারকে জানাবেন সর্বশেষ যদি তাতেও কাজ না হয় তহলে আমি আপনাদেরকে আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি মেসেজ অথবা ফোন করে  সেখানে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনার নাম পরিচয় গোপন রেখে আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তা প্রতিহত করব। 

তিনি সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন পুলিশী সেবা নিতে কোন প্রকার টাকার প্রয়োজন হয় না, যদি কোন পুলিশ সদস্য আপনাদের কাছ থেকে টাকা চাই তাহলে সেই তথ্য আমাকে দিবেন আমি তার প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করব। 

এসময় তিনি উন্মুক্ত মতামতের জন্য সকলকে আহবান জানান পাশাপাশি চিরকুটের মাধ্যমে বিভিন্ন প্রকার অনিয়মের লিখিত অভিযোগ গ্রহণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.