× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

১৬ আগস্ট ২০২৫, ১৪:৪৪ পিএম

ছবি:সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, মঙ্গল জ্যোতি প্রজ্বালন এবং বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়।

মাটিরাঙ্গা কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে শনিবার সকালে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি, জি বক্তব্য দেন।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারন সম্পাদক সাগর চক্রবর্তী কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক, পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু নারায়ণ ত্রিপুরা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা কেন্দ্রীয় রক্ষা কালী মন্দিরের সহ-সভাপতি দেবাশীষ দত্ত আশিষ প্রমুখ বক্তব্য দেন। 

সব ধর্মের মর্ম এক জানিয়ে জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম পিএসসি, জি বলেন, “শ্রীকৃষ্ণ সত্য, ন্যায় ও মানবতার প্রতীক। তাঁর জীবনদর্শন আমাদের শেখায় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সাহসিকতার সাথে দাঁড়াতে। ধর্মীয় উৎসব শুধু আনন্দের নয়, এটি সমাজে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম। মাটিরাঙ্গা একটি বহু-ধর্মাবলম্বীর বসতি; এখানে সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা চাই, প্রত্যেক উৎসব নিরাপদ ও আনন্দঘনভাবে সম্পন্ন হোক। সেনাবাহিনী সবসময় শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য জনগণের পাশে আছে।”

একই সময়ে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে রয়েছে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি। অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ, হাজারো ভক্ত এবং নারী-পুরুষের বিপুল সমাগম ঘটে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.