ছবি:সংগৃহীত।
কিশোরগঞ্জে সবজির বাজারে স্বস্তি নেই। সপ্তাহের ব্যবধানে লাগামহীনভাবে বাড়ছে সব ধরনের সবজির দাম। অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার ওপরে। সবজির দাম চড়া থাকায় ক্রেতাদের চোখে মুখে দেখা দিয়েছে অস্বস্তির ছাপ।
বিশেষ করে নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষেরা বেশি সংকটে পড়েছেন। শনিবার কিশোরগঞ্জে বিভিন্ন সবজির বাজারে এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে। তবে বিক্রেতারা বলছেন, বাজার তদারকির অভাবে দিন দিন বেড়েই চলছে শাকসবজির দাম। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, নিয়মিত বাজার মনিটরিং চলছে।
সরেজমিন দেখা যায়,বর্তমানে অধিকাংশ সবজির দাম ৮০ টাকার ওপরে। এরমধ্যে গ্রীষ্মকালীন সবজি করলা ১৩০ টাকা, কাঁকরল ৮০ টাকা, পটল ৮০ টাকা, ঢেঁড়স ৯০ টাকা, বরবটি ৯০-১০০, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা, ধুন্দল ৮০ টাকা, চিচিঁঙ্গা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, পটল ৮০, টমেটো ১৮০, চাল কুমড়া প্রতিপিস ৯০-১০০ টাকা, প্রতিপিস লাউ ৭০-৮০ টাকা ও কাঁচা মরিচ ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি সংগ্রহে সমস্যা হচ্ছে। পাশাপাশি পরিবহন খরচও বেড়েছে। এর ফলে পাইকারি দামের সঙ্গে খুচরা দামের ফারাকও বৃদ্ধি পেয়েছে।
এদিকে বাজারে ইলিশের দাম কিছুটা কমলেও আগের দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। দাম বেড়েছে মুরগিরও। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬০ টাকায়; আর প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩১০-৩২০ টাকায়। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিমও। বিক্রেতারা জানান, বাজারে হঠাৎ করে বেড়েছে ডিমের চাহিদা। কিন্তু সেই তুলনায় বাড়েনি সরবরাহ।
এদিকে, পাইকারিতে দাম কমলেও এর প্রভাব এখনো পড়েনি পেঁয়াজের খুচরা বাজারে। ফলে ভোক্তাদের বাড়তি দামেই কিনতে হচ্ছে পেঁয়াজ। প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৫০-৫৫ টাকা।
দুলাল নামের এক সবজি বিক্রেতা বলেন, ‘বর্তমানে ৮০ টাকার নিচে কোন সবজি নেই। বৃষ্টির কারণে অনেক কৃষকদের ক্ষেতে পানি উঠে সব নস্ট হয়ে গেছে। বর্তমানে সাপ্লাই কম থাকার কারণে সবজির দাম এত বৃদ্ধি।’
জহিরুল ইসলাম মানিকসহ অনেক ক্রেতা বলেন, ‘আমরা যারা সাধারণ মানুষ আছি ৫০০-৬০০ টাকা ইনকাম করি। গত দুই মাস ধরে সবজির দাম এতোই বেড়েছে যে বাজারে গেলে হিমশিম খেতে হয়। বাজার করতে এসে এক বাজার থেকে অন্য বাজারে ছোটাছুটি করি; দেখি কোন বাজারে একটু কমে পাওয়া যায়। কিন্তু সব বাজারেরই একই অবস্থা ৮০-৯০ টাকার কমে কোন সবজিই মিলেনা।’
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারি পরিচালক মো: শফিকুল ইসলাম বলেন,‘বর্তমানে অতিবৃষ্টিসহ বিভিন্ন কারণে শাকসবজির দাম কিছুটা উর্দ্ধমুখী লক্ষ্য করা গেছে। কিন্তু পাইকাররা যাতে ঠিকমতো সবজির সাপ্লাই পায় সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে চাল-ডাল ও তেলসহ অন্যান্য মুদি পণ্যের যাতে দাম বৃদ্ধি না পায় সেদিকে আমাদের বাজার মনিটরিং অব্যবহত আছে।’
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh