শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় মিনি বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। শনিবার সকাল আনুমানিক ১০.৪০মিনিটে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় জুলগাও নতুন সড়কে শেরপুর থেকে ছেড়ে আসা পাপিয়া পরিবহন নামে একটি মিনি বাস আশরাফ আলীকে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা ঘটনাস্থলে এসে মিনিবাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।