সিলেটের জৈন্তাপুর উপজেলায় হরিপুর গ্যাস ফিল্ডে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২৭ বীর হরিপুর আর্মি ক্যাম্পে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্যাসফিল্ড অডিটোরিয়ামে শনিবার বেলা ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার মেজর তাহমিদুল ইমাম।
এ সভায় জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা কর্মরত গ্রাম পুলিশ, আনসার বিডিপি সদস্য সহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের (২৭বীর) এর আওতাধীন চারটি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিটি ইউনিয়নে দায়িত্বরত উপজেলা আনসার,ভিডিপি, গ্রাম পুলিশের সদস্যদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে যার মধ্যে অবৈধ লুটের পাথরের সন্ধান পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আর্মি ক্যাম্পকে অবহিত করা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের তথ্য ক্যাম্পে জানানো,
চোরাচালান সংক্রান্ত তথ্য ক্যাম্পকে সরবরাহ করাসহ মাদক, ইয়াবা, গাঁজা ইত্যাদির তথ্য দ্রুত জানানো বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় নিরাপত্তা সমন্বয় সভায় সেনাক্যাম্প কমান্ডার উপস্থিত প্রতিটি উপজেলা হতে আগত আনসার ভিডিপি ও গ্রাম পুলিশের প্রতিনিধিদের বক্তব্য শোনেন।
এ বিষয়ে হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পের কমান্ডার মেজর তাহমিদুল ইমাম বলেন, সামগ্রিকভাবে এই সমন্বয় সভার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সেনাবাহিনী স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।