× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইব্রাহিমের জীবন চলে বাঁশি বাজিয়ে

আরফাত হোসেন, দক্ষিণ চট্টগ্রাম

১৬ আগস্ট ২০২৫, ১৭:২৬ পিএম

ছবি:সংগৃহীত।

বাঁশখালী গুনাগরী বাহারচড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ইব্রাহিমের (৩৫) জীবন চলে নগরীর জামাল খাঁন এলাকায় বাঁশি বাজিয়ে। কয়েকদিন আগে ইব্রাহিম মনের সুখে বাঁশের বাঁশিতে সুর তুলে গান করছিল জামাল খাঁন সড়কের সিকদার হোটেলের সামনে সড়ক বাঁতির পিলারের সাথে বসে। 

তার সাথে কথা হলে ইব্রাহিম বলেন, ছোট বেলায় বাবার সাথে বিভিন্ন যাত্রায় গানে গিয়ে পিতার কাছ থেকে বাঁশি বাজানো শিখে। ১০ বছর বয়স থেকে বাঁশি নিয়ে জীবন শুরু করে ইব্রাহিম। জীবন-জীবিকার তাগিদে ভারি কোন কাজ করতে না পারায় বিভিন্ন এলাকায় যাত্রা ও পালা গানে বাঁশি বাজিয়ে যা পেত তাতে চলতো তাঁর জীবন। ইতিমধ্যে বিয়ে করে সংসার জীবন শুরু করে। তার এক ছেলে এক মেয়ে রেখেই সে চলে আসে ২০ বছর পূর্বে নগরীর চেরাগী পাহাড় এলাকায়। সেখানে ছোট্ট একটি বাসায় থেকে প্রতিদিন সকালে কোন একটি ডেকোরশনে শ্রমিকের কাজ করে। সন্ধ্যা হলে বাঁশি নিয়ে বের হয়। নগরীর জামাল খাঁন এলাকায় সড়কের পাশে বসে বাঁশের বাঁশিতে সুর তুলে মানুষকে আনন্দ দেয়। তাঁর বাঁশির সুর শোনে পথিকরা তাকে ১০/২০ টাকা দিয়ে যায়। এতে তার প্রতিদিন ৩ থেকে ৪’শ টাকা আয় হয়। ইব্রাহিম এভাবে তার জীবন চালিয়ে যাচ্ছে। বাঁশের বাঁশিতে ইব্রাহিমের বাজানো সুর যে কারো মন কেড়ে নেবে। এ প্রতিভাবান শিল্পী অযত্নে অবহেলায় সড়কের পাশে ফুটপাতে বাঁশের বাঁশিতে গানের সুর তুলে জীবন অতিবাহিত করছে। কোন সুর প্রেমিক মানুষ ইব্রাহিমের পাশে দাঁড়ালে হয়ত তার বাঁশের বাঁশিতে তোলা সুর দেশের সংস্কৃতিক অঙ্গনে স্থান করে নিতে পারে। 

সাংবাদিক নজরুল ইসলাম, ইব্রাহিমের সুরে মোহিত হয়ে তার দুইটি গান মোবাইলে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিলে তা ভাইরাল হয়ে যায়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.