× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিএনপির সমাবেশ ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৫, ১৭:৩৮ পিএম

ছবি:সংগৃহীত।

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

তিনি বলেন-এতদিন ছিল আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ, এখন সমাবেশ হবে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তৈরি করতে হবে। ৫ আগস্টের পরে নেতাকর্মীরা যদি কোন ভুল বা অন্যায় করে থাকেন এ জন্য জনগনের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে আপনাদের হয়ে আমি ক্ষমা চাইবো। তবুও ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মাহের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মো. জয়নাল আবেদীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান উল্লাহ আহসান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.