× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হাজীগঞ্জে গৃহবধূর রহস্যহনক মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি

১৬ আগস্ট ২০২৫, ১৮:০৭ পিএম

ছবি:সংগৃহীত।

চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ গলায় ফাঁস দেওয়া অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলচোঁ মাদ্রাসা রোডে নুরুন্নবীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানাযায়, ৫ বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফয়েজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদারের সাথে বিক্রমপুর এলাকার মোহাম্মদ আলী শেখের মেয়ে বিথী আক্তারের (২০) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঘরে আব্দুল্লাহ নামে ৪ বছরের একটি  শিশু রয়েছে। বিয়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে তারা ভাড়া বাসায় বসবাস করে আসছে। ঘটনার দিন স্বামী রাব্বি ও স্ত্রী বিথী আক্তার ঘুরতে বের হয়। রাতে ঘরে ফিরে তাদের শিশু আব্দুল্লাহকে মারার জেদে স্বামী রাগান্বিত হয়। এর পর স্ত্রী বিথী বেগমের রহস্যময় মৃতদেহ অন্যরুমে ঝুলে থাকার অভিযোগ উঠে।

হাজীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক এসআই সায়েম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে লাশ বাড়ীর মালিকের সহযোগিতায় স্বামী রাব্বি গলায় ফাঁশ দেওয়া অবস্থায় নিচে নামিয়েছে।

মৃত গৃহবধূর বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে শুক্রবার রাতে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ, মহিউদ্দিন ফারুক বলেন, আমরা লাশ ময়নাতদন্ত করেছি। অভিযোগ প্রমানিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.