মানিকগঞ্জের সিংগাইরে টানা কয়েকদিনের বৃষ্টিতে প্রায় ২৮ হেক্টর জমির পেঁপে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষীরা।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর সিংগাইরে ৮৫০ হেক্টর জমিতে পেঁপে আবাদ হয়েছে। মৌসুম শেষে প্রায় ৫০ কোটি টাকার পেঁপে বিক্রির আশা করা হলেও হঠাৎ বৃষ্টিতে অনেক ফলন্ত গাছ মারা যাচ্ছে।
ধল্লা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের চাষী মনছুর আলী বলেন, “ঋণ করে পেঁপে চাষ করেছিলাম। এখন গাছের গোড়া পচে সব নষ্ট হয়ে গেছে। ঋণ শোধ করাই কঠিন হয়ে পড়েছে।”
অন্যদিকে জয়মন্টপ ইউনিয়নের দেওলী গ্রামের চাষী আবু বক্কর সিদ্দিক জানান, “প্রবাস থেকে ফিরে জীবিকার তাগিদে পেঁপে চাষ শুরু করি। তিনবার বিক্রি করেছি, খরচও ওঠেনি। এখন সব নষ্ট হয়ে যাওয়ায় পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।”
চাষীরা অভিযোগ করেছেন, অপরিকল্পিতভাবে সরকারি খাল ভরাট করে জলাবদ্ধতা তৈরি হওয়ায় তাদের ক্ষতি আরও বেড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, “এখন পর্যন্ত ২৮ হেক্টর জমির পেঁপে সম্পূর্ণ নষ্ট হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি। চাষীদের ক্ষতি কমাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”