× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারী উদ্যোক্তাদের জন্য ক্লাইমেট ফাইন্যান্সিং: বেজ, ইউএনইপি ও ইউএন উইমেন -এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

১৬ আগস্ট ২০২৫, ২০:০৬ পিএম । আপডেটঃ ১৬ আগস্ট ২০২৫, ২০:০৮ পিএম

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএন উইমেন এবং বেস-এর সাথে চুক্তি করেছে। ‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিস’ কর্মসূচির আওতায় এই অর্থায়ন সুবিধা দেওয়া হবে।

বেস-এর সমন্বয়ে পরিচালিত এই প্রকল্পের লক্ষ্য হলো, ব্যবসায়িক কার্যক্রমে নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি ব্যবহারে নারী উদ্যোক্তা ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীকে জলবায়ু অর্থায়নের মাধ্যমে ক্ষমতায়িত করা।

এই চুক্তির আওতায় বিপুলসংখ্যক নারী উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর অন্ট্রপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় ৩০ লাখ মার্কিন ডলারের একটি লোন পোর্টফোলিও চালু করবে। এই ফাইন্যান্সিয়াল সল্যুশনগুলো এমনভাবে তৈরি করা হবে, যাতে সেগুলো টেকসই ব্যবসায় পরিচালনা এবং পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে পারে।

এই উদ্যোগের আওতায় থাকবে প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন এবং গবেষণা কার্যক্রম,যা কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলোর টেকসই অর্থায়নের বৃহত্তর কাঠামোকে আরও শক্তিশালী করবে।

ব্র্যাক ব্যাংকের এমন উদ্যোগ সম্পর্কে ব্যাংকটির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “দেশের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর অর্থনীতিতে নারী উদ্যোক্তারা প্রধান ভূমিকা পালন করা সত্ত্বেওপ্রচলিত আর্থিক ব্যবস্থাযরআওতায় তাঁরা এখনও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাচ্ছেন না।এই সমস্যা দূরীকরণে আমরা এই উদ্যোগের মাধ্যমে তাঁদের জন্য এমন সবফাইন্যান্সিয়াল সল্যুশন তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা তাঁদের প্রয়োজন পূরণে সহায়তা করবে এবং বর্তমানের ব্যবসায়িক প্রয়োজন পূরণের মাধ্যমে ভবিষ্যতকে করবে সুরক্ষিত ও টেকসই।”

এই উদ্যোগটিঅন্তর্ভুক্তিমূলক ফাইন্যান্সিয়াল সল্যুশনের মাধ্যমে দায়িত্বশীল ব্যাংকিং, জলবায়ু উদ্যোগ এবং অর্থনৈতিক ক্ষমতায়নের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.