× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিকাশের সঙ্গে ২৪ ঘণ্টা অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্টে চুক্তি করল মার্কেন্টাইল ব্যাংক

১৬ আগস্ট ২০২৫, ২০:০৭ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেডের মধ্যে ২৪ ঘণ্টা অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সেবা চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১৪ আগস্ট রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ও বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর। চুক্তির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিকাশের এজেন্ট, ডিলার ও ডিস্ট্রিবিউটররা মার্কেন্টাইল ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ২৪ ঘণ্টা অনলাইনে ব্যাংকিং সুবিধা ও কার্ড সেবার সহায়তায় অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা ও ড. মো. জাহিদ হোসেন। এছাড়া ছিলেন এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, এমআইএস বিভাগের প্রধান আবু ইউসুফ মো. আবদুল্লাহ হারুন, উত্তরা শাখার প্রধান মুহাম্মদ আমীর হোসেন সরকার, গুলশান শাখার প্রধান ফরিদ আহমেদ, সিটিও মোহাম্মদ মাহমুদ হাসান এবং আইএমএলডি প্রধান তপন জেমস রোজারিও।

বিকাশ লিমিটেডের পক্ষ থেকে ছিলেন প্রধান অর্থ কর্মকর্তা মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর ও প্রধান বাণিজ্য কর্মকর্তা আলী আহম্মেদ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের অন্যান্য আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.