× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পর্নোগ্রাফি মামলায় শিক্ষক গ্রেফতার

আরিফ খন্দকার, কুষ্টিয়া

১৭ আগস্ট ২০২৫, ১৪:২৩ পিএম

ছবি:সংগৃহীত।

কুষ্টিয়া সদর উপজেলার শাহীন ক্যাডেট স্কুলের একজন শিক্ষক কর্তৃক সপ্তম শ্রেণির এক ছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া পর্নোগ্রাফি মামলার প্রধান এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া সদর থানার আওতাধীন এলাকায়। এ বিষয়ে সদর থানায় গত ৭ আগস্ট ২০২৫ তারিখে একটি মামলা (নং-৬) দায়ের করা হয়, যা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(১)/৮(২)/৮(৩)/৫/৬ ধারায় রুজু হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ সিপিসি-১ ও র‌্যাব-১১ সিপিসি-৩ (নোয়াখালী) এর একটি যৌথ আভিযানিক দল গত শনিবার বিকেলে মামলার প্রধান আসামি মো. শাহিন ইসলামকে (৩০) গ্রেফতার করে।

বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী জেলার সুধারাম থানার মাধ্যমে মামলার তদন্তকারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনার মাধ্যমে একজন শিক্ষকের পবিত্র দায়িত্ব ও আস্থার সম্পর্ককে ভণ্ডুল করে তিনি শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছেন। এই ধরনের ঘৃণ্য অপকর্ম শিক্ষাঙ্গনের পরিবেশকে হুমকির মুখে ফেলেছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিশোর-কিশোরীদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার মতো অপরাধ উদ্বেগজনক হারে বাড়ছে। তাই অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে এ বিষয়ে সচেতনতা তৈরি জরুরি।

র‌্যাব জানায়, এমন অপরাধের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমন ব্যক্তিমালিকানাধীন অপরাধপ্রবণতা থেকে রক্ষা করতে সমাজের সকল স্তরের সম্মিলিত সচেতনতা প্রয়োজন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.