× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো পাষান্ড স্বামী

মহেশখালী প্রতিনিধি

১৭ আগস্ট ২০২৫, ১৫:২৬ পিএম

ছবি:সংগৃহীত।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগায় মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় মুক্তা (২৭) নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করেছে তার পাষন্ড স্বামী নবী হোসাইন। এসময় স্থানীয় প্রতিবেশিরা হঠাৎ চিৎকার শুনে তার বাড়িতে গিয়ে দেখেন কক্ষে মুক্তার নিথর দেহ মেঝেতে পড়ে আছে। পাশেই ছিলেন তার স্বামী নবী হোসাইন। পরে আহত অবস্থা স্থানীয় বাসিন্দারা গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত ডাক্তার চিকিৎসার অবনতি দেখে তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। দুপুর আড়াইটার সময় মুক্তার মৃত্যুর হয় বলে জানিয়েছেন স্থানীয়রা । 

উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাংগা গ্রামে নিজ বাড়িতে রোববার সকাল ৮টার দিকে এই লোমহর্ষক ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে বলে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত থানা প্রশাসন ও আহদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে তিনি এখনো বেঁচে আছেন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই মাদক কেনার টাকার জন্য নবী হোসাইনের পরিবারে অশান্তি লেগে ছিল। ঘটনার দিন সকালে স্ত্রীর কাছ থেকে টাকা চান মাদকাসক্ত নবী হোসাইন।

স্ত্রী টাকা দিতে অস্বীকার করায় ক্ষিপ্ত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপ দেন নবী হোসাইন। এসময় স্ত্রীকে কুপিয়ে আহত করেন তিনি। এছাড়াও মাদকাসক্ত নবী হোসাইনকে স্থানীয়রা আটক করে বাড়িতে আটকিয়ে রেখে পুলিশকে খবর দিয়েছেন বলেও জানান।

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন-কুতুবজোমে স্বামীর হাতে স্ত্রী খুনের খবরটি সঠিক নয়, স্ত্রীকে মারধরের ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দিয়েছে, পুলিশ ঘটনাস্থলের দিকে গেলেও এখনও কাউকে আটক করেনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.