× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট অক্টোবরে : বেবিচক চেয়ারম্যান

এ.এম হোবাইব সজীব, কক্সবাজার

১৭ আগস্ট ২০২৫, ১৬:৪৬ পিএম

ছবি:সংগৃহীত।

আগামী ২ অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর মধ্য দিয়ে নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। দেশের দীর্ঘতম ১০ হাজার ৭০০ ফুট রানওয়ে ইতোমধ্যে প্রস্তুত হলেও টার্মিনাল ভবন ও ইমিগ্রেশনসহ কিছু কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

কক্সবাজার বিমানবন্দর থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী। রবিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, 'আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে। 

তিনি আরও বলেন, 'কত শতাংশ কাজ শেষে তা বলা না গেলেও মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে। 

পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.