× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শতবর্ষী ফলের বাগান রক্ষার্থে গণসমাবেশ

আতিকুর রহমান খান,ঝিনাইগাতী (শেরপুর)

১৭ আগস্ট ২০২৫, ১৭:২২ পিএম

ছবি:সংগৃহীত।

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়ের গজনী এলাকায় বনবিভাগ কর্তৃক দখল ও উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গজনী এলাকার আদিবাসীদের ব্যাপ্টিস্ট চার্চের শতবর্ষী ফলের বাগান দখল ও উচ্ছেদের ষড়যন্ত্রের প্রতিবাদে এই গণসমাবেশ। গজনী স্কুল মাঠে ছাত্র-জনতার ব্যানারে রোববার দুপুর ১২টায় এ সমাবেশের আয়োজন করা হয়।

গারো স্টুডেন্ট ইউনিয়নের (গাসু) সাংগঠনিক সম্পাদক স্বতীর্থ চিরানের সঞ্চালনায় এবং গাজনী ব্যাপ্টিস্ট চার্চের সভাপতি পা. যোনাথন বনোয়ারির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) অলিক মৃ।

বক্তারা অভিযোগ করে বলেন, গারো জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইলেও বনবিভাগ তাদের পূর্বপুরুষের জমি ও শতবর্ষী ফলের বাগান দখলের চেষ্টা করছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন- বাবলাকোনা জিবিসি বিভাগ, সভাপতি পাস্টার সংকর নকরেক, বাগাছাস ঝিনাইগাতী উপজেলা শাখার সহ-সভাপতি রুবেন নকরেক, জিবিসি বিভাগীয় উইমেনের সম্পাদিকা, সোসাইটি সূচিত্রা সাংমা, কোচ সমাজ পরিচালনা কমিটি সভাপতি গৌরাঙ্গ কোচ, গাজনী গ্রাম উন্নয়ন কমিটি সভাপতি আন্দ্রীয় ম্রং, নকশী গ্রাম্য প্রতিনিধি হিটলার কোচ, পিলিসন কুবি প্রমুখ।

সমাবেশ শেষে বক্তারা গারো পাহাড়ে আদিবাসীদের জমি ও চার্চের শতবর্ষী ফলের বাগান রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.