জীবনে বড় কিছু হতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে এর কোন বিকল্প নেই। ছাত্র জীবনে যত কষ্ট করবে বাকি জীবন তত মধুর হবে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরির্দশনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে এমন উপদেশ দেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।
পড়ালেখা করে ভবিষ্যতে যে বড় চাকরি করবে এটাও বড় কথা নয়। পড়ালেখা করে সুশিক্ষিত হতে হবে এবং ভালো মানুষ হতে হবে। তবেই নিজ পরিবার, সমাজ ও দেশের মানুষের মঙ্গল বয়ে আনতে পারবে- শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন উপদেশমূলক বক্তব্য দেন পুলিশ সুপার।
তিনি রবিবার সকাল ১১ টা বিদ্যালয়ে আসেন এবং সকল শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নেন। পরে তিনি বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজী ক্লাস নেন।
পাঠদানের পাশাপাশি পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখা বাদ দিয়ে রাস্ত-ঘাটে অনেক শিক্ষার্থীকে মোবাইল ফোন চালাতে দেখা যায়। ছাত্রজীবন মানে পড়ালেখা করে ভবিষ্যৎ জীবন গড়ার সময়। জীবনে বড় হতে চাইলে মোবাইল ফোন মাদক সেবন ইভটিজিং ও বাল্যবিবাহ থেকে দূরে থাকতে হবে।
শিক্ষা বান্ধব এ পুলিশ কর্মকর্তা ছাত্রদের পড়ালেখার খোঁজ-খবর ও যত্ন নিতে শিক্ষক ও অভিভাবকদের প্রতিও অনুরোধ করেন। মানবিক এ পুলিশ সুপারের সঙ্গে ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. মইনুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান আসাদ ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক।