× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুটপাত ও ব্রিজে ফিরে এল স্বস্তি

তালুকদার রাসেল ,ঢাকা

১৮ আগস্ট ২০২৫, ১৩:২৫ পিএম । আপডেটঃ ১৮ আগস্ট ২০২৫, ১৩:৪০ পিএম

খিলক্ষেতের জনজীবনে নতুন স্বস্তির খবর। দীর্ঘদিনের পথচারী দুর্ভোগ কমাতে খিলক্ষেত থানার পুলিশ গতকাল রোববার এক বিশেষ অভিযান চালিয়েছে। বাসস্ট্যান্ড এবং ফুটওভার ব্রিজের উভয় পাশে থাকা সব ভাসমান হকার ও ভিক্ষুককে সরিয়ে দিয়ে ফুটপাত সম্পূর্ণ দখলমুক্ত করেছে ।

ফলশ্রুতিতে পথচারীরা আর কোনো বাধা ছাড়াই চলাচল করতে পারছেন। যানজটও অনেকাংশে কমেছে। স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ নিয়মিত হওয়া উচিত।পথচারী মাসুদ পারভেজ বলেন, এতোদিন হকার ও ভিক্ষুকদের ভিড়ে চলাফেরা করা খুব কষ্টকর ছিল। এখন চলাচলে সুবিধা হলো। আশা করি, এটি স্থায়ী হবে।

রাজউক দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি রাজিব আহমেদ বলেন, ফুটপাত দখলমুক্ত হওয়ায় চুরি ও ছিনতাই কমবে। পথচারীরা নিরাপদে চলতে পারবেন।

খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক জাহিদ ইকবাল বলেন, আমরা দীর্ঘদিন ধরে ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত রাখার দাবি জানিয়ে আসছিলাম। পুলিশ ও কল্যাণ সোসাইটির সমন্বয়ে আশা করি এটি ধারাবাহিকভাবে হবে।

ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, জনসাধারণের সুবিধা আমাদের লক্ষ্য। আমরা নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত রাখব।

জনবহুল এলাকায় ফুটপাত ও ব্রিজ দখলমুক্ত রাখা চ্যালেঞ্জিং, তবে খিলক্ষেত থানার উদ্যোগ প্রশংসনীয়। এখন দেখার বিষয়, কতদিন এটি কার্যকর থাকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.