× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুরাদনগরে সাংবাদিকদের ওপর হামলা

কামরুল হাসান, কুমিল্লা প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৫, ১৬:৫৮ পিএম

ছবি:সংগৃহীত।

কুমিল্লা মুরাদনগরে ৭ জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১৯ দিন পার হলেও কোনো হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় সচেতন মহলে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সচেতন মহল ও গণমাধ্যমকর্মীরা।

ভুক্তভোগীরা জানান, কুমিল্লা মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া ও তারা বাবার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেন।  

বিক্ষোভ মিছিলের সংবাদ সংগ্রহ করতে গেলে গত ৩০ জুলাই বুধবার বিকালে মুরাদনগর উপজেলা সংলগ্ন আল্লাহ চত্বরে স্থানে সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক খোলা কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি শাহ ইমরান, স্টার নিউজের কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান মুন্না, বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার মঈন নাসের খাঁন রাফি, এশিয়ান টিভির কুমিল্লা প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ, দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার উজ্জ্বল হোসেন বিল্লাল, এসএ টিভির ক্যামেরাম্যান মো. বাপ্পির ওপর করে চালায় তারা। পরে আহতদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

থানা সূত্রে জানা যায়, হামলার ঘটনায় শুক্রবার ১আগস্ট রাতে ভুক্তভোগী সাংবাদিক শাহ ইমরান বাদী হয়ে হামলাকারি মো. শুক্কর আলী(৩৫), আশিকুল ইসলাম সিদ্দিকী (২১), মো.নাহিদুল ইসলাম নাঈম (২৪), মো. কামাল হোসেনসহ(২৫) এর নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মুরাদনগর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

হামলার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন জেলার সাংবাদিক সংগঠনের নেতা ও কর্মরত সাংবাদিকরা। হামলার এতদিন পার হলেও অভিযুক্তরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যে কয়েকজন আদালত থেকে জামিন নিয়েছেন।

আহত সাংবাদিকদের অভিযোগ, পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেপ্তার হয়নি। এতে অনেকটাই আশঙ্কায় রয়েছে হামলার শিকার গণমাধ্যমকর্মীরা।

মামলার বাদী ভুক্তভোগী খোলা কাগজের সাংবাদিক শাহ ইমরান বলেন, মামলার পর থেকে অভিযুক্তরা কৌশলে হুমকি-ধামকি দিয়ে চলছে ও সোশাল মিডিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে। তবে দুঃখের বিষয় এখন পর্যন্ত কোনো অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। আমি আমার পরিবার ও সহকর্মীদের নিয়ে শঙ্কায় রয়েছি। অপরাধীরা গ্রেপ্তার না হলে তারা যেকোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। পুলিশের কাছে একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।

কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বার্তা ২৪ এর কুমিল্লার স্টাফ রিপোর্টার মঈন নাসের খাঁন বলেন, কুমিল্লায় আজ পর্যন্ত যতবারই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আমরা তার বিচার পাই নাই। প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদেরকে বাধ্য করবেন না সংবাদ বর্জন করতে। মুরাদনগর উপজেলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কোন আসামি গ্রেপ্তার হয় নাই। আমরা বলতে চাই এই মামলায় যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে কোন আসামী গ্রেফতার না করা হয় তাহলে আমরা পুলিশ প্রশাসনের সকল সংবাদ বর্জন করবো।

বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু বলেন, সাংবাদিকদের ওপর প্রকাশ্য দিবালোকে মুরাদনগর আল্লাহ চত্বরের সামনে রড ও ইটপাটকেল ছুঁড়ে হামলা করা হয়। যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বাংলাদেশের প্রায় সব গণমাধ্যমে প্রচার হয়েছে। কিন্তু এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারছে না। অদৃশ্য কোনো কারণে তাদের গাফিলতি আছে বলে আমরা মনে করি। মামলার বাদিকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে , তাকে মিডিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে ফেসবুকে নেতিবাচক বিষয় ছড়ানো হচ্ছে। আমাদের চুপ থাকাকে যদি দুর্বলতা ভাবা হয়, তাহলে ভুল করবেন। অপরাধিদের পক্ষ নিয়ে বাড়াবাড়ি করলে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা সব দিকেই নজর রাখছি। কোন ছাড় দেওয়া হবে না। 

আমাদের দাবি, আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, নয়তো অচিরেই আমরা কুমিল্লা জেলার সাংবাদিকরা বড় ধরনের কর্মসূচি দেবো।

এ ব্যাপারে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, মুরাদনগরে সাংবাদিকদের ওপর ঘটে যাওয়া ঘটনায় আমরা উদ্বেগ প্রকাশ করছি। গণমাধ্যম কর্মীদের উপর হামলা কোনভাবেই কাম্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ করছি।

এ বিষয়ে মুরাদনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আসামির গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে একটু সময় লাগছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.