চট্টগ্রাম নগরের কোতোয়ালী এলাকায় সিএনজি চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বংশাল রোড এলাকায় সোমবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোররাতে যাত্রীবেশে তিনজন যুবক সিএনজিতে ওঠে। কিছুদূর যাওয়ার পরই তারা চালকের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে চালককে আঘাত করে গুরুতর জখম করে। পরে তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।
এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- ওয়ারিদ কুদ্দুস আকিব (২০), পিতা আব্দুল কুদ্দুস, মাতা আয়েশা বেগম; ঠিকানা- ইয়াকুব নগর, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম। মো. সাইফূদ্দীন ওরফে সাবু (২৮), পিতা মাওলানা ইসহাক, মাতা রোকেয়া বেগম; বাড়ি-মালিয়ারা চেয়ারম্যান বাড়ি, পটিয়া, চট্টগ্রাম; বর্তমানে ফিরিঙ্গী বাজার, বংশাল রোড, কোতোয়ালী। নোয়েল ডায়েস (২৪), পিতা রর্বাট ডায়েস, মাতা মেরী ডায়েস; বাড়ি-ফিরিঙ্গী বাজার, খ্রিষ্টানপাড়া, কোতোয়ালী।
পুলিশ জানিয়েছে, তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আহত সিএনজি চালককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত।
গতকাল সোমবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মহানগর পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার (ডিসি দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সজাগ। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, বংশাল রোড ও আশপাশের এলাকায় রাতের বেলা ছিনতাই বেড়েছে। তারা পুলিশের টহল আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।