× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায়

সিংড়া (নাটোর) প্রতিনিধি

১৮ আগস্ট ২০২৫, ১৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

নাটোরে সিংড়ায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে অবসরে যাওয়া স্কুল শিক্ষক ও নৈশ প্রহরীকে বিদায় দিল স্কুলের বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার দুপুর ৩টার দিকে উপজেলার কলম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো. আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে এ বিদায়ি সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয়টির মাঠে স্মৃতিচারণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সিনিয়র সহকারি শিক্ষক মাসুদ রেজার সঞ্চালনা, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ড. এফ এম আলী হায়দার প্রফেসর,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিদ্যালয়টির সভাপতি মোঃ হায়দার রশিদ , নাজনীন সুলতানা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) , আসাদ বিন সাঈদ, দত্তপারা মডেল ডিগ্রী কলেজ, প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, আতিকুল রহনানসহ প্রমুখ।

ম্যানেজিং কমিটির সভাপতি মো. হায়দার রশিদ জানান, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানে চাকুরি করেছেন সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদ। তারা সম্প্রতি অবসরে গেছেন। তাদের বিদায় সংবর্ধনা স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়েছে। 

প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘চাকরি জীবনের অবসর সবাইকে নিতে হবে।

আজ আমরা সিনিয়র সহকারি শিক্ষক আশরাফুল ইসলাম ও নৈশ প্রহরী আব্দুল হামিদকে বিদায় জানাচ্ছি। এটা কষ্টের হলেও সবাইকে মেনে নিতে হবে। আর তাদের এই বিদায়ের দিনটি স্মরণীয় করে রাখতেই আমাদের এ আয়োজন।

বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আব্দুলা সাদি বলেন, আমি ষষ্ঠ শ্রেণি থেকে স্যারকে পেয়েছি। আমি কোনোদিন দেখিনি স্যার আমাদের সাথে খারাপ আচরণ করেছে। স্যার সব সময় আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করেছে। আমরা অনেক দুষ্টামি করেছি, কিন্তু স্যার আমাদের কখনো চড়া গলায় কথা বলেনি। স্যার আমাদের বুঝিয়েছে। স্যার এমন কিছু করে গেছে যে স্যারকে ভোলা যাবে না।

সাবেক এ সিনিয়র সহকারি শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম  দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা শেষে অবসর নিয়েছি। মহান এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পেরে আজ সার্থক। আমার শিক্ষকতায় অনেক শিক্ষার্থীদের পেয়েছি। তাদের ভালোবাসায় পেয়েছি, তাদের মনে স্থান পেয়েছি বলেই শেষ বিদায়ে তারা আমাকে অশ্রুসিক্ত জলে বিদায় দিয়েছেন। আমি সার্থক এমন শিক্ষার্থীদের পেয়ে। আমার শিক্ষক ও শিক্ষিকারা অনেক ভালো মনের মানুষ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.