অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিক শুরু হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন। উপজেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা প্রনব কুমার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, আইসিটি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মশিউর রহমান ও গণমাধ্যম কর্মীরা।