নড়াইলের লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮আগস্ট) বিকেলে লোহাগড়া ৮নং ওয়ার্ড পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হিরু মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোল্যা নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, সহসভাপতি সৈয়দ আব্দুস সবুর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ আকতার মোল্যা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মল্লিক, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ হুমায়ুন কবির, ৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল মল্লিকসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নড়াইল -২ আসন উপহার দিবো ইনশাআল্লাহ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজেদের মধ্যে সকল প্রকার দ্বন্দ্ব সংঘাত ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে বিএনপিকে আরো শক্তিশালী করতে হবে আমাদের।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর শহরের মশাগুনী জামে মসজিদের ইমাম মাওঃ তায়েবুর হোসেন।