রাজশাহীর তানোরে বিএনপির সমাবেশ ঘিরে নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আগামি ২৩ আগস্ট শনিবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে গোল্লাপাড়া ফুটবল মাঠে বিএনপির সমাবেশ আয়োজন করা হয়েছে।এদিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের (সাবেক) সামরিক সচিব ও রাজনৈতিক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং রাজশাহী-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।
আয়োজক কমিটির দাবি সমাবেশে তানোর বিএনপির মুলস্রোতের নিপীড়িত -নির্যাতিত, আদর্শিক নেতা ও কর্মী-সমর্থকদের প্রাণের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবে।এবং জুলাই বিপ্লবের পর এটিই হবে বিএনপির সর্ববৃহৎ সমাবেশ।
এদিকে সমাবেশ ঘিরে তানোরে দীর্ঘ প্রায় দেড় দশক পর উপজেলা বিএনপির রাজনীতিতে দেখা দিয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। নেতাকর্মীদের দাবি, এই গণসমাবেশ প্রমাণ করবে বিএনপিার তৃণমূলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যদিকে কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের মাঝে বইছে ঐক্যর হাওয়া রাতারাতি রাজনীতিতে এসেছে নাটকীয় পরিবর্তন। এতদিন যে সকল নেতা ও কর্মী-সমর্থকগণ ব্যবসা-বাণিজ্যসহ নানা কারণে নিজেদের রাজনীতি থেকে দুরে সরিয়ে রেখেছিল তাঁরা আবারো রাজনীতিতে সক্রীয় ও গা-ঝাড়া দিয়ে নবউদ্দ্যোমে দলীয় কার্যক্রমে অংশ নিতে শুরু করেছেন। যে কারণে দীর্ঘদিন পর এখানে বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতিতে ফিরে এসেছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। বিএনপির নেতা ও কর্মী-সমর্থকরা অতীতের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত সময় কাটছে নেতাকর্মীদের।উপজেলার ২টি পৌরসভা ও ৭টি ইউনিয়নের(ইউপি) প্রায় প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিদিন হচ্ছে উঠান বৈঠক ও প্রচারণা।
এদিন প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রস্তুতির অংশ হিসেবে ঐক্যের বার্তা দেবেন বলে মনে করছেন নেতাকর্মীগণ।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক বলেন, এটা বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মসূচি। তিনি কর্মসূচি সফল করতে সকল নেতা ও কর্মীসমর্থকদের প্রতি উদ্বাত্ব আহবান জানিয়েছেন।