নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান গণসংযোগ করেছেন। সোমবার (১৮ আগস্ট) বিকেলে পৌর শহরের বিভিন্ন এলাকা, হাট ও বাজারের দোকানপাটে গণসংযোগ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ, পৌর জামায়াতে আমীর ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মো. আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. সেলিম খান, আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, মীর মো. কুতুবুল আলম, পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য রুস্তম আলী, মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. ইমরান ফরহাদ, সেক্রেটারি আল-আমিনসহ নেতৃবৃন্দ।
পরে ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতের কর্মী বৈঠকে যোগ দেন।