× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় অবৈধভাবে বালু তোলার দায়ে মৎস্যজীবি দলের নেতা আটক

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা।

১৮ আগস্ট ২০২৫, ২১:৫৩ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বিএনপির অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের গাইবান্ধা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সোহেলকে আটক করেছে সেনাবাহিনী।  


আটককৃত শফিকুল ইসলাম সোহেল গাইবান্ধা সদরের উত্তর ঘাগোয়া মধুপুর গ্রামের মৃত নুরুন্নবী সরকার নান্নু মিয়ার ছেলে। 

 সোমবার (১৮ আগস্ট ) দুপুরে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর আব্দুল্লাহ আল সাঈমের নেতৃত্বে গাইবান্ধা সদর  উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দক্ষিণ ঘাগোয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের ১টি ড্রেজার মেশিনসহ তাকে আটক করা হয়। পরে তাকে গাইবান্ধা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত  সোহেলের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আটককৃত অবৈধ বালু ব্যাবসায়ী ও জব্দ কৃত ড্রেজার মেশিন গাইবান্ধা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

গাইবান্ধা সদর  থানার অফিসার ইনচার্জ ( ওসি ) শাহীনুর ইসলাম তালুকদার জানান, আটককৃতের বিরুদ্ধে তহসিলদার বাদী হয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.