চট্টগ্রামের মীরসরাইয়ে পানিতে ডুবে আশিকুল ইসলাম (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের মেহেদী নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম ওই গ্রামের শাহ আলম সওদাগর বাড়ির জামাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি নূরাণী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
নিহতের মামা সিরাজ জানান, আশিকুল প্রতিবেশী দুই শিশুর সাথে খেলতে গিয়ে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় তাকে না পেয়ে খেলার সাথীরা বিষয়টি পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বাদ আছর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আশিকুলকে দাফন করা হবে।