নড়াইলের লোহাগড়া উপজেলায় মহাসড়কে ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে একজন গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের কালনা সেতুর পশ্চিম পাশে টি চর কালনা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফাতেমা বেগম লোহাগড়া উপজেলার চর-কালনা গ্রামের তকদির মোল্যার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে গৃহবধূ ফাতেমা বেগম কালনা-নড়াইল-যশোর- মহাসড়কের কালনা মধুমতি সেতুর পশ্চিম পাশে অবস্থিত টি-চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিজ বাড়ি থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কালনা এলাকা থেকে লোহাগড়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ফাতেমা বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহ উদ্ধার করে। পরে তুলরামপুর হাইওয়ে থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’