× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাক চাপায় সিএনজি চালকের মৃত্যু

চাঁদপুর জেলা প্রতিনিধি

১৯ আগস্ট ২০২৫, ১৪:১৪ পিএম

ছবি:সংগৃহীত।

চাঁদপুরের নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা খেয়ে সিএনজি থেকে পড়ে ট্রাক চাপায় এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। 

বাবুরহাট- মতলব পেন্নাই সড়কের কালিভাংতি নামক স্থানে গতকাল সোমবার রাত সাড়ে ৮ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বাপ্পি খান (৩৫)। সে সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামের বাসিন্দা রুহুল আমিন খানের ছেলে। 

স্থানীয় বাসিন্দা অমল বারৈ জানান, শহরের বাবুরহাট থেকে মতলবের দিকে খালি সিএনজি নিয়ে যাচ্ছিল সিএনজি চালক বাপ্পী। এসময় রালদিয়া কালিভাংতি নামক স্থানে গেলে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রীর সাথে ধাক্কা লেগে অটোরিক্সাটি সড়কে উল্টে যায়। এতে সিএনজি চালক সড়কে ছিটকে পড়ে যায়।এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ব্রিজের সংযোগ সড়কের সংস্কার কাজে ব্যবহৃত ইট সড়কে উপর রাখায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। 

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. বাহার মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ অটোরিকশা চালকের মরদেহ থানায় নিয়ে আসে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.