জামালপুর ডিবি পুলিশ ৩০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ডিবির চার্জ অফিসার আসাদুজ্জামান মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা স্যারের নির্দেশনায় প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে জামালপুর ডিবি পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. সোহাগ রানা নেতৃত্বে জামালপুর ডিবি পুলিশ সোমবার সন্ধ্যা ৬টায় জামালপুর সদর উপজেলার বামুন পাড়া বৃষ্টি আক্তার এর সেমিপাকা পরিত্যাক্ত বসতঘর এর ভিতর থেকে ৩০(ত্রিশ) পিস মাদকদ্রব্য্য টাপেন্টাডল ট্যাবলেটসহ শহরের ৭ নং ওয়ার্ডের ফুল বাড়িয়া (ফিসারীপাড়া) এলাকার আ. মোতালেব এর ছেলে রাকিব হাসান (৩০), বাগেরহাটা(বটতলা) এলাকার আ. মালেক এর ছেলে মোঃ আল আমিন(৪৪), দড়িপাড়া(পুরাতন বাইপাস) এলাকার ম] আহরাফ আলীর ছেলে মো. সুমন আহম্মেদ (১৯) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা মামলা দায়েরের পর আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।