রংপুর বদরগঞ্জে রোপন করা ধান কেটে ফেলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন বলে ভুক্তভোগীর অভিযোগ। গত সোমবার রাতে কালুপাড়া ইউনিয়নের শংকরপুর কবিরপাড়া এলাকায়। এ ঘটনায় বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আ.বাতেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, আ. বাতেনের ১ একর ১৯ শতক জমিতে রোপনকৃত ধানের চারা রাতের আধারে কালামেরতল এলাকার মারুফুল ইসলাম, শংকরপুর গনির পাড়া এলাকার মনোহর আলী, আজিজুল হক, অহিদুল হক মিলে তফসিলভুক্ত জমির রোপন করা ধানের চারা গুলো নষ্ট করে জমি দখলে চেষ্টা করে। এতে করে ওই ভুক্তভোগী কৃষকের ১ লক্ষ ১০ হাজার টাকা ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, অভিযোগ পেয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।