× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'ক্যাপ্টেন প্ল্যানেটের ছয় শতাধিক গাছের চাড়া বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি।

১৯ আগস্ট ২০২৫, ১৯:১১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

গাছ উপহার দেওয়ার ইভেন্ট এই শ্লোগানে ঝালকাঠিতে 'ক্যাপ্টেন প্ল্যানেটের গাছের চাড়া বিতরণ করেছে। পরিবেশ রক্ষা ও ফলদ গাছ বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও সংস্থাটি এ গাছের গাছের চাড়া রোপন করেন। 

আজ দুপুরে সদর উপজেলার পরমহল  গ্রামের  তালুকদার বাড়ি এলাকায় এই গাছের চারা বিতরণ করা হয়। 

‎স্থানীয় মসজিদ-মাদ্রাসা,বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক গাছের চাড়া বিতরণ করে কর্মসূচির উদ্যোক্তা ক্যাপ্টেন প্ল্যানেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো.শামসুল হক মনু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আবদুল রাজ্জাক তালুকদার,মো.শামছুল কবির তালুকদার,মো. মাঈনুল তালুকদার,ফোরকান তালুকদার ও শিক্ষক মো. বেলায়েত হোসেন।

ক্যাপ্টেন প্ল্যানেট প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শামসুল হক মনু বলেন, গাছ লাগানো ছদকায়ে জারিয়া, যতদিন বাঁচব বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাবো। এক সময় এই গ্রামে প্রচুর গাছ ছিল। এখন ফলদ গাছের বড় অভাব। তাই পরিবেশ ও ভবিষ্যৎ  প্রজন্মের কথা চিন্তা করে আমি প্রায় প্রতি বছরই গাছের চাড়া বিতরন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে চারা রোপন করেছি। আজকে এ বছর আমার এই প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি যা চলোমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.