বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডা ১১ সদস্য আহবায়ক কমিটি গঠন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
এতে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান প্রামানিক লেবু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, সদস্য বীর মুক্তিযোদ্ধা মনজুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন আকন্দ, বীর মুক্তিযোদ্ধ মোখতার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ্ রেজা মো: গোলাম কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আলী হোসেন ও বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
রংপুর জেলা আহ্বায়ক কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।