× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমা উপজেলা ৪৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক শূন্যতা, শিক্ষা কার্যক্রমে বিঘ্ন

রুমা প্রতিনিধি, উবাসিং মারমা।

১৯ আগস্ট ২০২৫, ১৯:১৭ পিএম

বান্দরবানের দুর্গম পাহাড়ি রুমা উপজেলায় সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা মারাত্মক সংকটে পড়েছে। উপজেলায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেক অর্থাৎ ৪৪টি বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে বিদ্যালয়গুলোতে প্রশাসনিক দুর্বলতা ও পাঠদানে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে একসঙ্গে প্রশাসনিক কাজ ও পাঠদান সামলাতে গিয়ে শিক্ষার মান ব্যাহত হচ্ছে। শুধু প্রধান শিক্ষক নয়, উপজেলায় বর্তমানে সহকারী শিক্ষকেরও ৪৪টি পদ শূন্য রয়েছে। ফলে শিক্ষা কার্যক্রম পরিচালনায় বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।

রুমা উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্বের পালন করে রয়েছে,নিয়াংখিয়াং পাড়া,  জুরবারং পাড়া,  প্রাংশা পাড়া,  নাইতং পাড়া, বাচারদেউ পাড়া, ফুংআল পাড়া, নুনথিয়ার  হেডম্যান পাড়া, পাকনিয়ার পাড়া, লেক পাড়া, সেপ্রু পাড়া, দানাগ্রী পাড়া, পান্তলা হেডম্যান পাড়া, যথুরাম পাড়া, গালেংগ্যা পাড়া,কালা পাড়া, রামদু পাড়া, পলিতং বেথেলহেল পাড়া, ম্রংখু পাড়া,  পাইনং মেনরন, লেম্পু পাড়া, প্রংফুমগ পাড়া, ব্যাংকেন পাড়া, আবুলাম্বা পাড়া, দার্জিলিং পাড়া, কেসপাই পাড়া, মাংতং পাড়া, পাইন্দু উজানী পাড়া, তংমক পাড়া, অর্জুন পাড়া, চৈক্ষ্যং পাড়া, ডুলাচান পাড়া, ক্যম্বুওয়া পাড়া, মেনতক পাড়া, বাকত্নাং পাড়া, এলিম সাংদালা পাড়া, ক্যতাই পাড়া, চলংক পাড়া,চলংক পাড়া, হমত্রি পাড়া, নতুন পাড়া, রুইতু পাড়া, প্রংপ্রু মক পাড়া, চিনলংক পাড়া, বগামুক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

রুমা উপজেলা কয়েকটি বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলের দপ্তরি সংকট, দপ্তরি কাজকর্মের দায়িত্বের পালন করেন প্রধান শিক্ষক সাথে শ্রেণি শিক্ষকরা। পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে স্কুল ছুটি ঘন্টা দেয়ার কাজেও দায়িত্ব পালন করছেন শ্রেণী শিক্ষকরা। আরো জানান অভিজ্ঞতা  শিক্ষকদের পদোন্নতি না হওয়ার কারণে স্কুলের পরিচালনা ব্যঘাত হচ্ছে, কারণ ২০২২-২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছে যার কোনো পূর্বে অভিজ্ঞতা নাই তাই অতি দ্রুত পদোন্নতি সিনিয়র শিক্ষক দিয়ে পরিচালনা করার জন্য এলাকাবাসী দাবি।

রুমা স্থায়ী এলাকাবাসী  জানান, “প্রাথমিক শিক্ষা শিশুর জীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যদি এখানেই শিক্ষার মানে ঘাটতি থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।”

রুমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  আশীষ চিরান বলেন, “ রুমাতে ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৪ টিতে প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। আমরা ইতোমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হোসেন খান তিনি জানান প্রধান শিক্ষকের  শুধু রুমাতে না সারা জেলায়  প্রধান  শিক্ষক পদ ২৫৯ টি পদ খালি আছে। প্রধান শিক্ষকের পদোন্নতি জন্য উপর মহলে ফাইলটি পাঠানো হয়েছে, এবং প্রহরী পথগুলো কোর্টে মামলা থাকাতে এগুলো অপেক্ষা মান রয়েছে।

শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, শিক্ষক সংকট দীর্ঘস্থায়ী হলে উপজেলার প্রাথমিক শিক্ষার মান আরও নেমে যাবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বাধাগ্রস্ত হবে। তাই দ্রুত শূন্য পদগুলো পূরণ করার জন্য কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.