কুড়িগ্রামের ফুলবাড়ীতে '' বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি " স্লোগানে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৪টায় ফুলবাড়ী থানার আয়োজনে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।
এতে ফুলবাড়ী থানা এলাকায় মাদক, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, নারী নির্যাতন জুয়া, চুরি-ডাকাতি প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম সভাপতিত্ব করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল ও যুবদল নেতা শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাওডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং রোধসহ সহজে আইনি সেবা প্রাপ্তির বিষয়ে কথা বলেন।
ওপেন হাউস ডে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলবাড়ী থানার এস আই জাহাঙ্গীর আলম।