জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেনীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) শহরের মিজান রোডের শান্তি চত্বরে শোভাযাত্রা পূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস.এম কায়সার এলিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদ হাসান সুমন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ। এসময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মিজান রোড থেকে শুরু হয়ে ট্রাংক রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।