× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

২০ আগস্ট ২০২৫, ১৪:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নাটোরের লালপুরে স্ত্রী লতা খাতুন (২৭) হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে (৪১)  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিরাজুল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এসময় আদালত আসামী সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. সোহাগ তালুকদার এ রায় দেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালে লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামের সাথে রামনারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে সিরাজুল স্ত্রী লতাকে নির্যাতন করতে থাকে।

এরই জেরে ২০২০ সালের ২৭ শে এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পরদিন লতার বাবা লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।

পুলিশ মামলাটি তদন্তের এক পর্যায়ে জানায় লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জামাই সিরাজুল ইসলামকে আসামি করে ওই বছরের ১৩  ডিসেম্বর লালপুর থানায় এজাহার দায়ের করেন লতার বাবা। এজাহারটি মামলা হিসেবে গ্রহন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.