× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিআর পদ্ধতি কোন ভাবেই গঠনমূলক নয়: মনোয়ার সরকার

মো. তপন সরকার, (কুমিল্লা) হোমনা

২০ আগস্ট ২০২৫, ১৯:২২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্যের জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট মো. মনোয়ার সরকার বলেন, পিআর পদ্ধতি বাংলাদেশে নতুন, দেশের অধিকাংশ জনগণ পিআর পদ্ধতি বুঝে না। তাই এখনি পিআর পদ্ধতি চালু করা ঠিক হবে না। 

তিনি বলেন, অদূর ভবিষ্যতে পিআর পদ্ধতি সম্পর্কে জনগনকে অবহিত করে ধাপে ধাপে পিআর পদ্ধতি চালু করা যেতে পারে। বর্তমান বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি কোন ভাবেই গঠন মূলক ও কাম্য নয়।

বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উপজেলার দুলালপুর বাজার, রামকৃষ্ণপুর বাজারে বাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে কুশল বিনিময় ও মুলাকাত করেছেন। এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী মনোয়ার সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং তার ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেছেন। 

গনসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের জনগণ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আর এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। ঘোষিত দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমি বিএনপির একজন কর্মী আমি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চাইতে আপনাদের কাছে এসেছি।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্যে করে বলেন, তরুণরা আগামী দিনের ভবিষ্যৎ, তরুণরা থেমে গেলে দেশ থেমে যাবে। তাই তরুণরা যতবেশি একটিভ হবে দেশ ততোবেশি এগিয়ে যাবে। তরুণরা তাদের প্রথম ভোট টি যেন ধানের শীষ প্রতীকে দেয় সেই আহবান করছি।

এর আগে দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপির কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে দুলালপুর বাজার ব্যবসায়ী ও জনসাধারণের সাথে কৌশল বিনিময় ও দোয়া চেয়েছেন কুমিল্লা-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোয়ার সরকার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.