× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষুদ্রঋণের আড়ালে সুদের কারবার

তানোর (রাজশাহী) প্রতিনিধি

২০ আগস্ট ২০২৫, ১৯:৩৭ পিএম । আপডেটঃ ২০ আগস্ট ২০২৫, ১৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরের সীমান্তবর্তী গোদাগাড়ীর বাসুদেবপুর ইউনিয়নে (ইউপি) গ্রীণ সার্ভিস গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর বিরুদ্ধে ক্ষুদ্রঋণ কার্যক্রমের আড়ালে বেপরোয়া সুদের কারবারের অভিযোগ উঠেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গ্রীণ সার্ভিস গ্রাম উন্নয়ন সমবায় সমিতি দুই সেট খাতা ব্যবহার  করেন। এক সেট দিয়ে সমবায় অফিস ম্যানেজ করে  অপর সেট খাতা দিয়ে তারা মূল সুদের ব্যবসা পরিচালনা করেছেন দীর্ঘদিন ধরে। তাদের সমিতির স্থিতি এখন কয়েক কোটি টাকা হলেও তারা কাগজে কলমে দেখায় কয়েক লাখ টাকা। এভাবে তারা বিপুল পরিমাণ টাকা সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে সুদের কারবার চালিয়ে আসছেন। আবার ঋণ দেবার সময়  গ্রাহকের কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে টাকা দিচ্ছেন।

কিন্তু কোনো কারনে ঋণ পরিশোধে ব্যর্থ হলেই কয়েকগুন টাকা বাড়িয়ে দিয়ে গ্রাহককে  মামলার ভয় দেখানো হচ্ছে। ভুক্তভোগীরা বলেন, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে টাকা ধার দিয়ে সুদের ব্যবসা করা। আর এদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছে গ্রামাঞ্চলের সহজ সরল দরিদ্র অসহায় নারী ও পুরুষ। স্থানীয়রা গ্রীণ সার্ভিস গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর কাছে জমা সঞ্চয় ফেরত ও কার্যক্রম বন্ধের দাবি করেছেন।

জানা গেছে, সমবায় দফতর থেকে নিবন্ধন নিয়ে সমিতির সদস্যদের মাঝে ঋণ কার্যক্রম চালানোর অনুমতি থাকলেও বাস্তবে তারা সুদের ব্যাবসা চলমান রাখতে টার্গেট করছে এলাকার অসহায় দরিদ্র মানুষ গুলোকে। গ্রীন সার্ভিস গ্রাম উন্নয়ন সমবায় সমিতির শেয়ার বিক্রি না করে শুধুমাত্র সঞ্চয় জমা নিয়ে এলাকার সহজ সরল মানুষদের মাঝে দিচ্ছে ক্ষুদ্রঋণ। এরা জামানতের নামেও নিচ্ছে ব্যাংকের ব্লাংক চেকের পাতা। জামানতের নামে ব্যাংক চেকের পাতা নিয়ে গ্রামাঞ্চলের সহজ সরল মানুষদের জিম্মি করে তাদের কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করছে একাধিক এলাকাবাসী।

ইতিপূর্বে  বিগত ২০২৩ সালে গোদাগাড়ীতে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থা’ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে। সমাজসেবা ও সমবায় অফিসের নিবন্ধন নিয়ে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী, রাহী, কামারপাড়া,কাকনহাট বাসেদেবপুরসহ  বিভিন্ন এলাকায় শাখা খুলে এনজিওটি তাদের ক্ষুদ্র ঋণ ও ডিপিএস কার্যক্রম পরিচালনা করছিল।

অধিক মুনাফার লোভসহ বিভিন্ন কৌশলে ‘আদর্শ ফাউন্ডেশন সংস্থাটি’ গ্রামাঞ্চলের সহজ সরল অসহায় দরিদ্র সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়ে গেছে।

এদিকে সাফল্য সমবায় সমিতি পালিয়ে যাওয়ায় এই ইউনিয়নে বহু লোক প্রতারিত হয়েছে। এ বিষয়ে অধিকাংশ ভুক্তভোগী দুষছেন উপজেলা সমবায় কর্মকর্তাকে। কারণ তাদের নজরদারি থাকলে এমন ঘটনা ঘটার কোনো সুযোগ ছিলো না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী বলেন, উপজেলা সমবায় কর্মকর্তার নেপথ্যে মদদে এসব সমিতি চলে, তাদের মদদ না থাকলে এলাকায় দীর্ঘদিন যাবত কিভাবে তারা এলাকায় সুদ ব্যবসা করেন।

এ বিষয়ে জানতে চাইলে  গ্রীণ সমবায় সমিতির সভাপতি তরিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, আমরা সদস্যদেরকে ঋণ দিচ্ছি নিয়ম অনুযায়ী কোন সুদের ব্যাবসা আমরা করি না। তিনি বলেন, সমবায় কর্মকর্তা তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ  উপজেলায় ডেকেছেন। তিনি বলেন, তারা প্রতিহিংসার শিকার।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরাত বলেন, আমাদেরকে কেউ সমিতির বিষয়ে অভিযোগ করেননি তারপরেও আপনার কাছে যেহেতু শুনলাম আমরা বিষয়টি সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখব অনিয়মের সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.