× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ

কিশোরগঞ্জ প্রতিনিধি

২১ আগস্ট ২০২৫, ১৪:৩৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

কিশোরগঞ্জের তাড়াইলে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে থানা পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বুধবার দুপুরে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশের তালজাঙ্গা রোডে টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সারের গাড়িটি এক্সেল ভেঙ্গে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জনগণ প্রশাসনকে খবর দিলে থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ টমটমটি জব্দ করে থানায় নিয়ে যান। এসময় চালক পালিয়ে যাওয়ায় তাকে আর পাওয়া যায় নি।

উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, সারবোঝাই একটি টমটম গাড়ি পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও কৃষি উপসহকারীগণ গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসেন।

তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা ওসি সাব্বির রহমান বলেন, টমটমবোঝাই ৩০০ বস্তা টিএসপি সার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে জনগণ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়। চালককে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। এবিষয়ে অনুসন্ধান করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.